tanjin tisha

তানজিন তিশা একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন। তিশা ছোটকাল থেকেই নাচ শিখেছিলেন কিন্তু পড়ালেখার জন্য তার পরিবার তা বন্ধ করে দেয়। তবে তিনি বাংলাদেশ ললিতকলা একাডেমি এবং হিন্দোল একাডেমি থেকে টানা চার বছর নাচের প্রশিক্ষণ নিয়েছেন। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তার ক্যারিয়ার শুরু অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এরপর থেকে আপন কথা,ময়না টিয়া, সোনালী রোদ্দুর, কাঠ গোলাপের বসন্ত, পাল্টা হাওয়া, অমীমাংসিত সত্য সহ আরো অনেক নাটকে অভিনয় করে দর্শক সারিতে গিয়েছেন। ২০১৪ সালে সেরা নবীন অভিনয়শিল্পীর তালিকায় মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এবং এখন পর্যন্ত দর্শকদের একটার পর একটা ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছেন 

মানুষের জীবনকে স্পর্শ করার এবং প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। এটি বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রাখে!!! tanjin tisha

Tisha

কিশোরী মেয়েটি ভালবাসে হাত ধরে পালিয়ে যায় স্বল্প সময়ে পরিচিত একজনের সাথে। কিন্তু, মেয়েটির মনে যে ভালোবাসার ফুল ফুটেছিল সেই দানা কি বেঁধেছিল লোকটির ও বুকে? হয়তো না। মেয়েটি বিক্রি হয় পতিতা পল্লীতে। তারপরের ঘটনাগুলোই সাজিয়ে তৈরি হয় 'পুতুলের সংসার'। নাটকটির গল্প ভাবনা আহমেদ তাওকীর, রচনা করেছেন অর্ক মোস্তফা ও আহমেদ তাওকীর।

Tisha

এখনকার নাটকে ঘুরেফিরে আসে প্রেমের গল্প। দুজন ছেলে-মেয়ের ভালোবাসা কিংবা এ সংক্রান্ত সংকট ফুটিয়ে তোলা হয় অধিকাংশ নাটকে। ব্যতিক্রমী গল্প খুব একটা দেখা যায় না। চেনা ছকের বাইরে কাজ করতে সচরাচর আগ্রহীও নন অনেক নির্মাতা, শিল্পী ও প্রযোজক। এ দিক দিয়ে একটি ভিন্নরকম নাটক ‘শরবত’

Tisha

I am Divorced - পরিচালনয় হিমি। নাটকটা দারুন লাগলো,,, 👌👌 সমাজে অনেকের ডিভোর্স হওয়ার কারনে অনেক নারী সমাজের চোখে খারাপ হয়ে থাকে। সেটা এই নাটকে বাস্তব স্মর্পকে তুলে ধরেছে। সমাজে কিছু মানুষ আছে ডিভোর্স হয় এমন নারী কে উক্তাত্য করে। এমন কি নিজের পরিবার ও ভালো চোখে দেখতে পারে না। নাটকটা বাস্তব মুখী একজন নারীর ডিভোর্স হলে সমাজে কিভাবে দেখে সেটা নাটক না দেখলে বুঝতে পারবেন না। বেশি কিছু বলতে চাই না দেখতে পারেন।

Tisha's Tours

Tisha's Styling